19 C
Dhaka
Thursday, December 12, 2024

নাটোরে ফ্যাসিবাদের বিরুদ্ধে মশাল মিছিল

নাটোরে ফ্যাসিবাদের বিরুদ্ধে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এই মশাল মিছিল বের করেন তারা।

মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে প্রধান সড়ক ধরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী সমর্থকদের অপতৎপড়তা রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, আওয়ামী লীগ এবং এর দর্শকদের আর কোনো তৎপরতা চালাতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ, পিয়াস, রেজা, রাব্বানি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

আরো পড়ুন  স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না : কাদের গনি

সর্বশেষ সংবাদ