29 C
Dhaka
Thursday, November 21, 2024

ফিফা ও এএফসি আসছে বাফুফে নির্বাচন পর্যবেক্ষণে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ২৬ অক্টোবর হতে যাওয়া আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিনিধিরা। বাফুফের আগের নির্বাচনগুলোর মতোই এবারও আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে।

২৪ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন এএফসি প্রতিনিধি ক্যাটেল, যিনি এএফসির সদস্য এসোসিয়েশন দক্ষিণ এশীয় ইউনিটের প্রধান। তার পরদিন ফিফার কর্মকর্তা প্রিন্স রুসেফ বাংলাদেশে আসবেন। প্রিন্স ইতোমধ্যেই বাংলাদেশে বেশ কয়েকবার এসেছেন এবং সদস্য দেশগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে ফিফার আরও একজন কর্মকর্তা, মাহমুদ মনসুর, আসার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন  ম্যানইউর নজরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার

বাফুফের এই নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদ ছাড়া সভাপতি, সহ-সভাপতি, এবং সদস্য পদে ভোটগ্রহণ হবে। মোট ১৩৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের পরিবেশ ও প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন ফিফা, এএফসি এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর প্রতিনিধিরা।

এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি দায়িত্ব নেওয়ার পর কয়েকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গেছেন, সোমবার (২১ অক্টোবর) দুপুরে বাফুফে ভবন পরিদর্শন করতে যাওয়ার কথা।

আরো পড়ুন  ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর জন্য পাকিস্তানের অন্যরকম প্রস্তাব

সর্বশেষ সংবাদ