31 C
Dhaka
Wednesday, October 30, 2024

নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহীন আলম নামের এক সেনাবাহিনীর সদস্যকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক। অপর দুজন রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  এক ঘণ্টার জন্য উপপরিচালক হলেন ঝালকাঠির ফাতিমা

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাসদস্য হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম (২২) সাত দিনের ছুটি কাটাতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে তার বন্ধু ফারহান হাবিরের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার বাসায় রাত কাটাতে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার পাশে ১০তলার মোড়ের সামনে পৌঁছলে পেছন থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে তার গতিরোধ করেন। এ সময় সেনাবাহিনীর সদস্য শাহীন আলমের মানিব্যাগ ও টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে প্রাণনাশের উদ্দেশে উপর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

আরো পড়ুন  রাজৈরে নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির সচেতনতামূলক র‍্যালি

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শাহীন আলমকে উদ্ধার করে দ্রুত সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টায় সিএমএইচের চিকিৎসক সৈনিক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

আরো পড়ুন  ‘আপনাকে আমি কিছু হাত খরচ দিয়ে দেই, আগাইয়েন না’

সর্বশেষ সংবাদ