30 C
Dhaka
Tuesday, November 5, 2024

বিদ্যালয়ে ফ্যান খুলে পড়ে ৩ শিক্ষার্থী আহত

সিলেটের বালাগঞ্জে ক্লাস চলাকালে চলন্ত অবস্থায় বৈদ্যুতিক পাখা পড়ে গিয়ে ৩ শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আহত শিক্ষার্থীরা হলো- প্রথম শ্রেণির শিক্ষার্থী জিৎ দাস ঈশান, সারাফাত হোসেন ও শুভদ্বীপ দেবনাথ।

বিদ্যালয়ের এক শিক্ষক কালবেলাকে জানিয়েছেন, ফ্যান মাথায় পড়ে যাওয়ায় তারা মাথায় আঘাত পেয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন  গণহত্যাকারীদের বিশেষ আদালতে বিচার করতে হবে : এবি পার্টির মঞ্জু

বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নান্টু দাস কালবেলোকে বলেন, আকস্মিকভাবে ফ্যান খুলে পড়ে যাওয়ায় আমার বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ