রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল সরদারকে (৩৯) আটক করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে দৌলতদিয়া ৪ নম্বর ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবুল সরদার জেলার কাজীপাড়া এলাকার আক্কাস আলী সরদারের ছেলে এবং দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, রাজবাড়ী সদর থানায় করা একটি মামলায় তাকে আটক করা হয়।