23 C
Dhaka
Friday, November 22, 2024

হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি বাহিনী সম্প্রতি একটি দুঃখজনক ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। ওই বার্তায় তারা লেবাননের তিনজন সেনা সদস্যের মৃত্যুর দায় স্বীকার করেছে। লেবাননের সীমান্তে উত্তেজনার মধ্যে এ হতাহতের ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান সংবেদনশীলতার মাত্রা আরও বাড়িয়ে দেয়।

জানা যায়, দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তিন সেনা হত্যার পর ক্ষমা চায় ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে রোববার (২০ অক্টোবর) লেবাননে সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন সেনা সদস্য নিহত হন।

আরো পড়ুন  হিজবুল্লাহ'র টানেল ভিডিও প্রকাশের নেপথ্যে কী, যেসব রয়ে গেল অজানা

লেবাননের সেনাবাহিনী এ নিয়ে জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। এই হামলার জন্য ক্ষমা চেয়ে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরায়েল। তাদের সেনারা বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল। ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আরব নিউজ।

আরো পড়ুন  হঠাৎ ঝাঁকুনিতে যাত্রীর মৃত্যু, ক্ষমা চাইলো সিঙ্গাপুর এয়ারলাইন্স

জানা গেছে, গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে, ইসরাইলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ