33 C
Dhaka
Tuesday, October 22, 2024

আলভী-তিথির ‘পাশের বাসার ছেলেটি’ | কালবেলা

‘পাশের বাসার ছেলেটি’ শিরোনামে নাটকটি নিয়ে নির্মাতা ফায়জুল কবির রথি তুলে এনেছেন এক ভিন্নধর্মী সামাজিক প্রেক্ষাপট। এর গল্পে ফুটে উঠবে সমাজের অবক্ষয়, দ্বন্দ্ব ও তার সমাধান, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী। তার বিপরীতে রয়েছেন ইফফাত আরা তিথি, যার চরিত্রটি নানা রঙে রঙিন।

একঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে সামাজিক ও পারিবারিক এই গল্প এগিয়ে যায়। নানা সমস্যা ও সমাধানের এ গল্প দারুণ কিছু উপহার দেবে বলে মনে করেন অভিনেতা আলভী।

আরো পড়ুন  হাতে আংটি, দাওয়াতপত্র দিয়ে কীসের ইঙ্গিত দিলেন দীঘি!

কালবেলাকে তিনি বলেন, ‘এটি একটি পারিবারিক গল্প। অনেক চরিত্র আছে। গল্পটি একেবারেই আলাদা। কারণ এমন গল্পে এর আগে আমার কাজ করা হয়নি। তাই কাজটি করতে গিয়ে নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। এক কথায় বলতে গেলে এই নাটক থেকে দর্শক সব ধরনের বিনোদন পাবেন। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি শুটিং শেষ হওয়া ‘পাশের বাসার ছেলেটি’ নাটকে আলভী-তিথি ছাড়াও অভিনয় করেছেন, শশী আফরোজা, রিমু রোজা খন্দকার, হাসিমুন্নেসা হাসি, পারভেজ সুমনসহ অনেকেই। নাটকের এ গল্পটি নিয়ে বেশ আশাবাদী অভিনেতাসহ নির্মাতারাও। শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা।

আরো পড়ুন  ‘এই হাসিটা কোথাও খুঁজে পাচ্ছি না, শুধু লাল ও অন্তরে কান্না’

সর্বশেষ সংবাদ