19 C
Dhaka
Thursday, December 5, 2024

রিমান্ডে থাকা শাজাহান খান ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে

গত ৫ গ্রেপ্তার হওয়া এই নেতাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। সবশেষ গত ৩০ অক্টোবর বিভিন্ন মামলায় ৪১ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য পাঠায় আদালত।

 

জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়ায় সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে সাবেক মন্ত্রী ও আলোচিত শ্রমিক নেতা শাজাহান খানকে।

বুকে ব্যথার কারণে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে পরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন  দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা : যুবদল সভাপতি

সোমবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে কয়েকজন গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্য। তার জন্য হাসপাতালের হুইল চেয়ার চাওয়া হয়।

প্রথমে তাকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। পরে পাঠানো হয় সিসিইউতে।

গত শনিবার রাতেও অসুস্থ বোধ করায় শাজাহান খানকে হাসপাতালে আনা হয়। কয়েক ঘণ্টা পরে ডিবিতে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌকির আহামেদ বলেন, শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তার রক্তচাপ (ব্লাড প্রেসার) বেশি (১৮৭/১১২) পাওয়া গেছে। তার ডায়াবেটিস ও হৃদ্রোগ রয়েছে। আরও কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

আরো পড়ুন  ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে জয় : ইশরাক হোসেন

তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাস পর গত ৫ সেপ্টেম্বর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শাহাজান খান।

একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সবশেষ গত ৩০ অক্টোবর তাকে বিভিন্ন মামলায় ৪১ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য পাঠিয়েছে আদালত।

১৯৮৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাদারীপুর-২ আসনে মোট আটবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আওয়ামী লীগ নেতা ২০০৯ সালে আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দেন, দায়িত্ব পালন করেন দুই মেয়াদে। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর তাকে আর মন্ত্রিসভায় নেওয়া হয়নি।

আরো পড়ুন  বিভ্রান্তিকর খবরে বিএনপির সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে : মুন্না

আওয়ামী লীগ সরকারে থাকার সময় সড়ক পরিবহন খাতের নিয়ন্ত্রকদের একজন হিসেবে শাজাহান খান আলোচিত হয়ে উঠেন।

সর্বশেষ সংবাদ