29 C
Dhaka
Thursday, November 21, 2024

শারীরিক সম্পর্কের পর বিয়ে করবেন না পুলিশ কর্মকর্তা, অভিযোগ নারীর

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হীরন্ময় সরকারের বিরুদ্ধে। এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ওই নারী। সঠিক বিচার না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

শনিবার (১১ মে) বিকেলে বাগেরহাট পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী নারী জানান, পিবিআই-এ চাকরিতে থাকার সময় প্রায় ৪ বছর আগে পরিচয় হয় পুলিশ কর্মকর্তা হীরন্ময় সরকারের সঙ্গে। এরপর প্রেম, পরে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। হীরন্ময় সরকার নিজেকে মুসলিম ধর্মাবলম্বী বলে পরিচয় দিয়ে তাকে বিয়ের আশ্বাস দেন।

আরো পড়ুন  নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দুজনের কারাদণ্ড

দীর্ঘ কয়েক বছর হীরনের আত্মীয়স্বজনসহ পরিচিত সবার কাছে ভুক্তভোগীকে নিজের স্ত্রী পরিচয় দিতেন এ পুলিশ কর্মকর্তা। তাদের এমন সম্পর্কের কিছু দিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভুক্তভোগী নারী। পরে নানা অজুহাতে গর্ভের বাচ্চা নষ্ট করানো হয়।

ভুক্তভোগী দাবি করেন, হীরন্ময় মোংলায় থানা পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিয়ের জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

আরো পড়ুন  আবাসিক হোটেলে অভিযান, ২০ নারী-পুরুষ আটক

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হীরন্ময় সরকার জানান, কয়েক মাস আগে তার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। শারীরিক সম্পর্কসহ বিয়ের প্রলোভনের বিষয়টি তিনি অস্বীকার করেন। মেয়েটি শুধুই আমার বন্ধু।

বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ