নেইমারকে নিজের মেয়ের বাবা দাবি করলেন হাঙ্গেরিয়ান মডেল
সর্বশেষ গত অক্টোবরে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। এর পর থেকে চোটের কারণে ফুটবলের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে নামটা নেমার বলেই কিনা মাঠের বাইরে থেকেও বেশ কয়েকবার এসেছেন সংবাদ মাধ্যমের শিরোনামে। এসবের বেশিরভাগই খবরেই নেতিবাচক ছিলেন নেইমার।
এবার আরও একবার এমন এক নেতিবাচক খবরের শিরোনামে এই ব্রাজিলিয়ান তারকা। তাকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন গ্যাব্রিয়েলা গাসপার। হাঙ্গেরির সাবেক এই মডেল নেইমারকে তার মেয়ের বাবা দাবি করে সাও পাওলোর পারিবারিক আদালতের শরণাপন্ন হয়েছেন গ্যাব্রিয়েলা।
একাধিক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে হাঙ্গেরিয়ান সেই নারীর পক্ষ থেকে তার আইনজীবী অ্যাঞ্জেলো কার্বন জানিয়েছেন, তারা পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালও দাবি করেছেন। বিচারক যদি হাঙ্গেরিয়ান এ নারীর আবেদন গ্রহণ করেন, তাহলে নেইমারকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। আর রায় নেইমারের বিপক্ষে গেলে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরবর্তী দায়িত্বও নিতে হবে।