ফরিদপুরের নগরকান্দায় বিয়েতে বরযাত্রী বেশি নিয়ে আসায় বর ও কনেপক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আহত হয়েছে দুই পক্ষের ৮ জন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ মে) উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত দুই মাস আগে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের মিরান তালুকদারের ছেলে শাহ আলমের সঙ্গে একই উপজেলার মধ্য কাইচাইল গ্রামের পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের বিবাহ সম্পন্ন হয়।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে ১শ’ জন বরযাত্রী আনার কথা থাকলেও আসেন ১৭৫ জন।
খাবার দেওয়ার সময় কথা কাটাকাটির জেরে একপর্যায়ে বরযাত্রী ও কনেপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কনে বৃষ্টি আক্তারকে রেখেই বরযাত্রীসহ ফিরে যান বর শাহ আলম।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।