33 C
Dhaka
Saturday, July 27, 2024

‘৮ দিন আগে বিয়ে করেছিলাম, তারা আমার স্বামীকে মেরে ফেললো’

কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের কর্মচারী নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত নুরুল কাদের (২৩) চকরিয়া উপজেলার বড়ইতলীর ৪ নম্বর ওয়ার্ডের উপরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিস্তব্ধ হয়ে বসে থাকা আব্দুল কাদেরের স্ত্রী তসলিমা আকতার জানান, ‘মাত্র ৮ দিন আগে সবার অগোচরে ভালোবেসে বিয়ে করেছিলাম। আজ বেলী হ্যাচারি পয়েন্ট ঘুরতে এসে আমার স্বামীকে হারালাম। তারা (ছিনতাইকারীরা) আমার স্বামীকে ছুরিকাঘাতে মেরে ফেলেছে। এখন সৈকত দেখতে যাওয়াই আমার কাল হলো।’

আরো পড়ুন  দুই বছরের বিদ্যুৎ বিল বকেয়া, লাইন কাটতে গেলে বেঁধে রাখলেন ইউএনও

তিনি বলেন, ‘হোটেলের ডিউটি শেষ করে সন্ধ্যা ৬ টায় সৈকতের বেলী হ্যাচারি পয়েন্টে ঘুরতে যাই। দুজন সৈকতে বসে লুডুও খেলি। পরে ফেরার সময় পথ আটকায় ছিনতাইকারীরা। এক পর্যায়ে ধস্তাধস্তিতে কাদেরকে ছুরি মেরে মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। পরবর্তীতে কাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

জানা গেছে, কলাতলীর মোড়ের একটি তারকামানের হোটেলে কাজ করেতেন নুরুল কাদের ও তসলিমা আকতার।

আরো পড়ুন  বিয়ের দাবিতে অনশন, অতঃপর জীবন দিয়ে সমাপ্তি

শেফ সহকারী মোহাম্মদ বাদশা বলেন, ‘হোটেলের কাজ শেষ করে নুরুল কাদের ও দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান। এ সময় ছিনতাইকারীরা নুরুল কাদেরের মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তাদের মধ্যে ধস্তা-ধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরো পড়ুন  এসআইকে মারধর করে হাতকড়াসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নিলো হামলাকারীরা

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

সর্বশেষ সংবাদ