18 C
Dhaka
Friday, January 10, 2025

সন্তানকে হত্যার পর বিষপান, বাবার পর মারা গেলেন মা

টাঙ্গাইলের গোপালপুরে সন্তানকে হত্যার পর বিষপান করা বাবার পর মা মিরা আফরোজ সাথীও মারা গেছেন।

মঙ্গলবার (১১ জুন) রাতে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ৩১ মে মিরার স্বামী মাশরুল হোসেন মারা যান।

জানা গেছে, গত ২৭ মে চার বছরের শিশু সন্তান মৃত্তিকাকে হত্যার পর বিষপান করেন উপজেলার ভাদুরিচর গ্রামের মাশরুল হোসেন ও তার স্ত্রী মিরা আফরোজ সাথী। পরে তাদের ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ মে মাশরুল হোসেন মারা যান।

আরো পড়ুন  ‘ভোট না দিলে রড গরম করে সোজা করব’

স্বজনরা জানান, মাশরুল ময়মনসিংহে একটি কোম্পানিতে চাকরি করতেন। ২৮ এপ্রিল অর্থ আত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ওই কোম্পানি তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করলে হতাশায় সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নেন মাশরুল-মিরা দম্পতি।

মৃত্যুর আগে মাশরুল টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করে বলেছিলেন, টাকাগুলো ছিনতাই হয়েছিল। এভাবে একটি পরিবারের মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা।

আরো পড়ুন  খাটের ওপর শিশুর লাশ, টয়লেটে রক্তাক্ত মা

ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, এ ঘটনায় হত্যা ও আত্মহত্যার আলাদা দুটি মামলা রয়েছে।

সর্বশেষ সংবাদ