24 C
Dhaka
Wednesday, January 22, 2025

আগুনে পুড়ল ৬ ব্যবসায়ীর স্বপ্ন

গাইবান্ধায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে ৬টি দোকান। এতে ক্ষতি হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকার ব্যবসায়িক মালামাল।

বুধবার (১২ জুন) দিবাগত গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালেরতারি প্রাইমারি স্কুল মোর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ দোকানে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন  সালিশে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

আগুনে একটি ডেকোরেটর দোকান, দুটি খাবার হোটেল, একটি ফার্নিচারসহ ৬টি দোকান পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত ডেকোরেটর ব্যবসায়ী রাজা মিয়া জানান, আগুনে ডেকোরেটরের সব মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, আগুনে ৬ টি দোকান পুড়ে গেছে। কোন ব্যবসায়ী দোকান থেকে কোন মালামাল বের করতে পারেননি। সব হারিয়ে তারা আজ নিঃস্ব হয়ে পড়েছেন।

আরো পড়ুন  বাংলাদেশিদের জন্য সহজ হলো ইতালির ভিসা আবেদন
সর্বশেষ সংবাদ