29 C
Dhaka
Wednesday, June 26, 2024

বকেয়া বেতন না পেয়ে মালিককে কুপিয়ে খুন করলেন যুবক

বকেয়া বেতন না পেয়ে মালিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ বলছে, শুক্রবার (১৪ জুন) মালিকের কাছে বকেয়া বেতন চাইতে যান ওই যুবক। তবে আগামী সপ্তাহের মধ্যে তার পাওনা টাকা পরিশোধ করবেন। তখন বিবাদে জড়ান ভুক্তভোগী। এক রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে তিনি মালিককে খুন করেন।

ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বইয়ের কলমবোলি থানা এলাকার। স্থানীয় গণমাধ্যম বলছে, মাত্র এক হাজার ২৫০ রুপি বেতন বাকি রেখেছিলেন কোম্পানির মালিক পারভেজ আনসারি। বকেয়া টাকা চাইতে আসলে আনসারি বলেন, আগামী ২০ জুনের মধ্যে মধ্যে টাকা দিয়ে দেবেন। কিন্তু তা মানতে চাননি ওই যুবক।

আরো পড়ুন  মার্কিন নৌবাহিনীর জাহাজে জলদস্যুদের হামলা, অতঃপর...

পুলিশ বলছে, টাকা নিয়ে মালিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অভিযুক্ত। এক পর্যায়ে রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে তিনি মালিককে খুন করেন বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত পারভেজের এক বন্ধুকেও আক্রমণ করেন অভিযুক্ত। বর্তমানে তিনি জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার খোঁজ চলছে।

আরো পড়ুন  পাঁচ মিনিটে ৬ হাজার ফুট নিচে নেমে যায় সিঙ্গাপুরগামী বিমানটি!
সর্বশেষ সংবাদ