30 C
Dhaka
Friday, July 19, 2024

রিলসের জন্য অন্যের হাতে ১০০ ফুট উঁচুতে ঝুলে রইলেন তরুণী (ভিডিও)

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে মানুষ অনেক কিছুই করেন। তবে কেউ কেউ সবকিছুর সীমা অতিক্রম করেন। তাদেরই একজন ভারতের পুনের এক তরুণী। যিনি রিলস তৈরি করতে এক পুরুষ সঙ্গীর হাত ধরে ১০০ ফুট উঁচু একটি ভবনের উপর থেকে ঝুলে ছিলেন।

তার এই ‘বাড়াবাড়ির’ ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। অনেকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন  মেয়ের জয়ে উল্লসিত শেখ রেহানা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ভিডিওতে যারা অংশ নিয়েছেন তাদের পরিচয় এখনো জানা যায়নি।

তবে ভিডিওটি খুবই পরিকল্পনা করে করা হয়েছে। যেন সব অ্যাঙ্গেল থেকে স্ট্যান্টটি দেখা যায় সেজন্য সেখানে একাধিক ক্যামেরা বসানো হয়েছিল।

‘পুনেকার নিউজ’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এটির শিরোনামে বলা হয়েছে, “রিলস তৈরি আর শক্তি পরীক্ষার জন্য তরুণরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে স্বামী নারায়ণ মন্দিরের একটি পরিত্যক্ত ভবনে স্ট্যান্ট করেছে।”

আরো পড়ুন  মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

বেশ কয়েকজন নেটিজেন বলেছেন, এটি একটি বেপরোয়া, অপ্রয়োজনীয় এবং অর্থহীন স্ট্যান্ট ছিল। কারণ এই ভিডিও করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

সর্বশেষ সংবাদ