27 C
Dhaka
Tuesday, July 2, 2024

প্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ, এলাকাজুড়ে চাঞ্চল্য!

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়া বাগানের একটি গাছকে প্রশ্ন করলে উত্তর পাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। গাছটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ, সেই সঙ্গে কান পেতে গাছের কথা শোনার চেষ্টাও করছেন অনেকে।

জানা গেছে, গত ১৪ জুন সবুর মিয়ার ওই বাগানে স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরবসহ কয়েকজন শিশু গাছ কাটতে যায়। বাগানে গিয়ে তারা গাছে আঘাত করলেই সেটি কথা বলে ওঠে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরো পড়ুন  সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ

অনেকে বলছেন, গাছটিকে বিভিন্ন প্রশ্ন করলেও সেটি তার উত্তর দিচ্ছে। অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে এটি ‘অলৌকিক’ বলে আখ্যা দিয়েছেন।

মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের মেম্বার সাদ্দাম হোসেনসহ স্থানীয় লিয়াকত হোসেন, টেকেরহাট গ্রামের রাসেল, গর্জিনা গ্রামের গণি মিয়াসহ আগন্তুকরা গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। অনেকে দাবি করেছেন তারা কথা শুনতে পেয়েছেন। তবে প্রতিবেদক গাছে কান পেতে কিছু শুনতে পাননি বলে জানিয়েছেন।

আরো পড়ুন  যুবলীগের অফিসে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা এ বিষয়ে বলেন, ‘এ ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না। তবে জিন গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হতে পারে।’

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শুকলাল বিশ্বাস বলেন, ‘গাছের প্রাণ থাকলেও এটি চলাচল করতে যেমন পারে না। এর কোন কোনো ভোকাল নেই। যা হচ্ছে তা গুজব। যা বিজ্ঞান সমর্থন করে না।’

আরো পড়ুন  স্বামীর সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
সর্বশেষ সংবাদ