31 C
Dhaka
Tuesday, November 12, 2024

সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামের হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবনে সবজি বিক্রেতাসহ দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) ভোরে পৌরসভার পশ্চিমে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) উত্তরে কর্মচারীদের আবাসিক-সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা মো. রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো. শাকিল (১৪)।

আরো পড়ুন  আবু সাঈদ হত্যা মামলায় কিশোর কারাগারে, বোনের আবেগঘন স্ট্যাটাস

নিহত সবজি বিক্রেতা মো. রাসেল পৌর এলাকার ১নং ওয়ার্ড দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের কনিষ্ঠ পুত্র এবং সবজির দোকানের কর্মচারী মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের জ্যেষ্ঠপুত্র।

তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে (চমেক) কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন  গভীর রাতে গাড়ি ও গুলি ফেলে পুলিশ কর্মকর্তার পলায়ন, জানা গেল কারণ

হাটহাজারী হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ