34 C
Dhaka
Thursday, July 18, 2024

পূজার প্রসাদ খেয়ে ২৫ জন হাসপাতালে, শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বাসন্তী পূজা মন্দিরে প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন।

সোমবার (২৪ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় কাব্য দত্তের।

কাব্য দত্ত খুলনার চুকনগর সংলগ্ন শৈলগাতী গ্রামের উত্তম দত্তের ছেলে। মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল সে।

আরো পড়ুন  জোর করে বিয়ে, ফিরে আসায় মেয়েকে শিকলে বেঁধে নির্যাতন

কালিগঞ্জের বিষ্ণুপুর বানিয়াজাংগাল বাসন্তী পূজা মন্দিরের সভাপতি শংকর দত্ত বলেন, ‌‘‌শনিবার (২২ জুন) রাতে পূর্ণিমা তিথি উপলক্ষে মন্দিরে পূজা-অর্চনা চলছিল। পরে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। পরদিন রোববার থেকে খিচুড়ি খাওয়া অনেকেরই বমি ও পাতলা পায়খানা হতে থাকে। এরমধ্যে এক শিশুর মৃত্যু হয়। পরে একে একে অসুস্থ হন ২৫ জন।’

আরো পড়ুন  হাতে সেলাইমেশিন দিয়ে ছবি তুলে ফেরত নিল এলজিইডি!

অসুস্থদের কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাতে কাব্য দত্তকে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন  ‘এই খাসি আমার লাইফ ধ্বংস করে দিয়েছে’
সর্বশেষ সংবাদ