23 C
Dhaka
Thursday, November 21, 2024

১২ কেজি এলপিজির নতুন দাম নির্ধারণ

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে এক মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা থেকে এ দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

জুন মাসের তুলনায় জুলাই মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। এই ১২ কেজি এলপিজির দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়।

আরো পড়ুন  ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জুলাই (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

গত ৩ জুন ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়। আর মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়।

আরো পড়ুন  ডিম নিয়ে তুলকালাম, পেঁয়াজে সেঞ্চুরি
সর্বশেষ সংবাদ