26 C
Dhaka
Friday, December 6, 2024

ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ডিজিটাল লাইব্রেরি এবং ফরেন সার্ভিস জার্নাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ১৫ বছর ধরে তাই করেছি।’

আরো পড়ুন  প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পায়নি যেসব রাজনৈতিক দল

তিনি বলেন, “ভারত সফরের সময় নরেন্দ্র মোদিকেও প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বলেছেন তিনি চীন যাচ্ছেন। চীন সফরে বাংলাদেশের অগ্রাধিকার ‘উন্নয়ন’।”

ড. হাছান বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তর করেছিল। এখন তারাই ভারতীয় পণ্যের বিরোধিতা করছে।’

সৌদি আরব সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কেবল শ্রমিক রফতানির মধ্যে সীমাবদ্ধ নেই, বহুমাত্রিক। সৌদি আরব বিনিয়োগ করতে চায় বাংলাদেশে, স্পেশাল ইকোনমিক জোনে তারা এই বিনিয়োগ করবে।’

আরো পড়ুন  মন খারাপ হলেই বিল্লাল দখলে নিতেন অন্যের সম্পদ

তিনি বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের কিছু অসাধু শ্রম রফতানিকারকের কারণে যারা সৌদিতে গিয়ে কাজ পায় না, তাদের ঠেকাতে দুদেশের মধ্যে যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।’

সর্বশেষ সংবাদ