19 C
Dhaka
Thursday, December 5, 2024

ঘাস কাটতে গিয়ে বাসায় না ফেরায় সন্দেহ হয় পরিবারের, অতঃপর…

ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার শাহাপুর ঘি-ঘাটি গ্রামের মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আলমগীর বিকেলে গ্রামের মাঠে নিজের জমিতে লাগানো ঘাস কাটতে যায়। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঘাসের জমিতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

আরো পড়ুন  সকালে স্ট্যাটাস পুত্র সন্তানের মা হওয়ার, রাতে মৃত্যু

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ