33 C
Dhaka
Wednesday, July 17, 2024

যুক্তরাজ্যে বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা!

যুক্তরাজ্যের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে ২৬ বছর বয়সি কাইল ক্লিফোর্ড নামের ওই সন্দেহভাজনকে আহত অবস্থায় আটক করা হয়।

বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং দুই মেয়ে হার্টফোর্ডশায়ারের বুশের অ্যাশলিন ক্লোজে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালেই হামলার শিকার হন।

আরো পড়ুন  এক রাতে ১৬০টিরও বেশি ভূমিকম্প ইতালিতে

জন হান্টের পরিবারকে ভালোভাবে চেনেন এমন এক নারী বলেছেন, তারা খুবই আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং ভালো মনের মানুষ ছিল। তারা সবসময় অন্যদের সাহায্যে এগিয়ে এসেছেন।

পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন।

হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট (৬১), তার দুই মেয়ে হান্না হান্ট (২৮) এবং লুইস হান্ট (২৫) গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

আরো পড়ুন  রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত : কোনো আরোহী বেঁচে নেই

হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসতেই বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসিতে ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয়।

তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সর্বশেষ সংবাদ