31 C
Dhaka
Wednesday, October 30, 2024

‘সেইভ বিডি’ মোমবাতি প্রজ্বলন করে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের প্রতিবাদ

মোমবাতি প্রজ্বলন করে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কালাম হলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে মোমবাতি প্রজ্বলন করে লিখেছেন ‘সেইভ বিডি’ (বাংলাদেশ বাঁচাও)।

কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছয় শিক্ষার্থী মৃত্যুর পর তারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা এ বার্তা দিলেন। এ সময় নারী শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

আরো পড়ুন  যে কারণে সাবেক ছাএলীগ নেতা রাসেলকে ছাড়তে হচ্ছে হল

এছাড়াও ঢাবির কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় তারা বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়েছেন। এদিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার পর ৭ই মার্চের ভবনের নিচে বিভিন্ন স্লোগান দেন। তারা ‘আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই’, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দেও গুড়িয়ে দেও’সহ নানা স্লোগান দেন।

আরো পড়ুন  বিচারপতি মানিকের ব্রিটিশ পাসপোর্ট ও ৭০ লাখ টাকা নিয়ে যা জানা গেল
সর্বশেষ সংবাদ