22 C
Dhaka
Friday, November 22, 2024

যে কারণে সাবেক ছাএলীগ নেতা রাসেলকে ছাড়তে হচ্ছে হল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল হোসেন রিয়াদকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। সোমবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থানরত বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল হোসেন রিয়াদ, দীর্ঘদিন ধরে ৪০৭ নাম্বার রুমে অবৈধভাবে থেকে আসছেন। ১৪ জুলাই দিবাগত রাত ৩টার সময় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী গোলাম কিবরিয়ার উপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় রাসেল হোসেন রিয়াদ জড়িত থাকায় তাকে ১৫ জুলাই (সোমবার) এর মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।

আরো পড়ুন  ‘মন্ত্রী-এমপিরা কে কোথায়’?

এর আগে দুপুর ১২টার দিকে ছাত্রলীগ নেতা রাসেল হোসেন রিয়াদ দ্বারা সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী গোলাম কিবরিয়াকে মারধরের ঘটনা সমাধানে জরুরি সভায় বসেন হল কমিটি এবং প্রক্টরিয়াল কমিটি। সেখানে রাসেলকে হোসেন রিয়াদকে হল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন  পাহাড় থেকে জলাশয় সবই দখল করেছিল হাছান মাহমুদের পরিবার (ভিডিও)

প্রসঙ্গত, রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে হলের রিডিং রুম থেকে পড়াশোনা করে সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী গোলাম কিবরিয়া তার রুমে আসেন। এরপর রুমের বাইরে গিয়ে পাঁচ মিনিট পরে আবার রুমে আসলে দেখেন রুমের দরজা বন্ধ। এরপর দরজা খোলার জন্য দরজায় আঘাত করতে থাকলে সাবেক ছাত্রলীগ নেতা রাসেল হোসেন রিয়াদ দরজা খুলে কিবরিয়াকে এলোপাতাড়ি মারতে শুরু করেন।

আরো পড়ুন  শাহজালাল বিমানবন্দরে সব ধরণের কার্যক্রম বন্ধ, যা জানা গেলো

এক পর্যায়ে কিবরিয়ার নাক ফেটে রক্ত বের হলে তিনি দৌড়ে ৩০৪ নাম্বার রুমে চলে আসেন। এ সময় রাসেল তার ফোনও ভেঙে ফেলেন। পরবর্তীতে অসুস্থ কিবরিয়াকে তার সহপাঠীরা চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ সংবাদ