27 C
Dhaka
Tuesday, September 17, 2024

নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা

নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা একটা তারিখ ঘোষণা করব। ওই তারিখের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কর্মস্থলে না আসেন, আমরা ধরে নেব তারা পলাতক।

আরো পড়ুন  ফাঁস করা প্রশ্নে বিসিএস ক্যাডার হওয়াদের তালিকা হচ্ছে

তিনি বলেন, আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না। পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। সাত দিনের ভেতর আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে।

পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না উল্লেখ করে তিনি আরিও বলেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি লুট হচ্ছে। সেনাবাহিনী-বিজিবি কাজ করছে, তবে এটা তদের কাজ না। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তবুও সেনাবাহিনী করছে।

আরো পড়ুন  প্রশ্নফাঁস: পিএসসির সাবেক সহকারী পরিচালকসহ ১৪ জন পলাতক

এই উপদেষ্টা বলেন, একজনের ইচ্ছামতো একটি রাষ্ট্র চালানো যায় না। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার মানুষ যুদ্ধ করে ৩০ লাখ মানুষ শহীদের বিনিময়ে এ রাষ্ট্র স্বাধীন করেছে। এ রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পদ না, কারো পারিবারিক সম্পদ না।

সর্বশেষ সংবাদ