28 C
Dhaka
Sunday, September 29, 2024

নিউ ইয়র্কে ভূমিকম্প, ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে এ ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে উত্তর-পূর্বাঞ্চলের সব বাড়িঘর। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে।

কেবল নিউ ইয়র্কই নয়, নিউ জার্সি, ফিলাডেলফিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে বেশিকিছু ফ্লাইটে বিলম্ব হয়েছে।

আরো পড়ুন  আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের পতাকা উত্তোলন!

সিএনএন জানায়, নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও নেওয়ার্ক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাণহানিকর কোনও পরিস্থিতি দেখা দেয়নি কিংবা রাজ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। প্রশাসন কাজে নেমে পড়েছে।বাল্টিমোর, নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন  রাইসির মরদেহ তেহরানে, বৃহস্পতিবার মাশহাদে দাফন

নিউ ইয়র্কের কর্মকর্তারা সেখানে ভূমিকম্পে কেবল একটি গ্যাসের লাইন ফুটো হয়ে যেতে দেখার কথা জানিয়েছেন। অবকাঠামোর কোনও গুরুতর ক্ষতি এখন পর্যন্ত হয়নি।

নিউ ইয়র্কে সাধারণত ভূমিকম্প অনুভূতই হয় না। তাই সেই বিচারে শুক্রবারের ভূমিকম্প যথেষ্ট বড়ই ছিল বলে অভিমত সেখানকার স্টেট অপারেশনের পরিচালক ক্যাথরিন গার্সিয়ার।

তেমনকোনও ক্ষয়ক্ষতি না হওয়ায় নিউ ইয়র্কের মেয়র নগরীর বসিন্দাদের স্বাভাবিক কাজকর্মে ফিরতে বলেছেন।

আরো পড়ুন  বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলা, কিয়েভের ১ লাখ মানুষ অন্ধকারে

চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় বার ভূমিকম্প হল নিউ ইয়র্কে। এর আগে গত জানুয়ারিতে নিউ ইয়র্কে ১ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পন হয়েছিল। তবে সেবারও কারও প্রাণহানি বা কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ