28 C
Dhaka
Monday, July 1, 2024

ব্যাংকে চুরিতে বাধা দেওয়ায় নৈশ প্রহরীকে খুন: পিবিআই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গজরা বাজারে কৃষি ব্যাংকে চুরি করতে বাধা দেওয়ায় প্রেমিক যুগলের পরিকল্পনায় নৈশ প্রহরীকে হত্যা করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই।

এ ঘটনায় আটক একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে শনিবার দুপুরে জানিয়েছেন পিবিআই চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

তিনি জানান, প্রেমিকা মিলি আক্তার ও তার সহযোগী মো. সজিব হোসেনকে আটক করা হয়েছে। প্রেমিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটকদের আদালতে তোলা হবে।

আরো পড়ুন  ছাত্রলীগ নেতার রেস্টুরেন্টে দেহ ব্যবসা, আটক ২

আটক সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে গজরা বাজারের পাশে একটি পুকুর থেকে ব্যাংকের ভল্ট কাটার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মোস্তফা কামাল।

২৪ ফেব্রুয়ারি কৃষি ব্যাংকের ছাদ থেকে নৈশ প্রহরী শাহাদাত হোসেনের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে ঘটনায় মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করে শাহাদাতের পরিবার।

আরো পড়ুন  সহকর্মীর বুকে একের পর এক গুলি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে যা জানা গেলো (ভিডিও)
সর্বশেষ সংবাদ