22 C
Dhaka
Friday, November 22, 2024

চায়ের দোকান ও আ. লীগ নেতার বাড়িতে বাড়িতে কাফনের কাপড়, এলাকাজুড়ে আতঙ্ক

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় এক চায়ের দোকান সামনে কাফনের কাপড়ের টুকরা, গোলাপ জল ও চারটি চিরকুটে (আ, জ, আ, ম) অক্ষর লিখে রেখে গেছেন দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় নওহাটা পৌর এলাকার পাইকপাড়া গ্ৰামের ইনতাজের মোড়ে অবস্থিত মিনারুলের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে গেছেন দুর্বৃত্তরা। এছাড়াও আরও চার আওয়ামী লীগ সমর্থিত নেতার বাড়ির সামনে এসব কাফনের সামগ্রী ফেলে রেখে যাওয়ার খবর পাওয়া গেছে।

আরো পড়ুন  হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১৩ জনের যাবজ্জীবন

আওয়ামী লীগের ওই নেতারা হলেন- নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা রবিউলের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভেতর এসব ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ইনতাজের মোড়ে অবস্থিত সালমান স্টোরের সত্ত্বাধিকারী মিনারুল ইসলাম বলেন, সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা আমার দোকানের সামনে গোলাপ জল, চারটি শপিং ব্যাগের ভেতর ছোট কাগজের টুকরোতে চারটি (আ, আ, ম, জ) অক্ষর ও চার টুকরো কাফনের কাপড়ে লাল কালি দিয়ে গুণ চিহ্ন দেয়া কাপড় রেখে যায়। এতে এলাকাবাসী সবাই আতঙ্কে রয়েছি।

আরো পড়ুন  শাশুড়িকেও ডুপ্লেক্স বাড়ি দেন সেই মতিউর

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদঘাটনে কাজ চলমান রয়েছে। এলাকাবাসীকে আতংকিত না হয়ে ধৈর্য ধারণের অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ