মসলাদার টর্টিলা চিপস চ্যালেঞ্জে অংশ নিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলো ১৪ বছর বয়সী এক মার্কিন যুবক। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটস প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় থেকে বলা হয় যে মসলাদার টর্টিলা চিপসে ব্যবহৃত মরিচের মধ্যে রাসায়নিক যৌগের উচ্চ ঘনত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়। যার ফলেই মৃত্যু হয় সেই কিশোরের।
নিহত কিশোরের নাম হ্যারিস ওলোবা। তার জন্মগতভাবেই হার্টের ত্রুটি ছিল। অতি-মশলাদার ‘ওয়ান চিপ চ্যালেঞ্জ’-এ টর্টিলা চিপসে ক্যারোলিনা রিপার মরিচ এবং নাগা ভাইপার মরিচ উভয়ের মিশ্রণ ছিল।
নাগা ভাইপার মরিচে স্কেল প্রতি প্রায় ১ দশমিক ২ মিলিয়ন হিট আসে, যা একটি জালাপেনো মরিচের চেয়ে অনেক বেশি ঝাল। ‘পাকির ওয়ান চিপস চ্যালেঞ্জ’ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছিল, যা চিপসের প্যাকেট স্পষ্ট করে লেবেলিং ও হাইলাইট করা।