31 C
Dhaka
Wednesday, October 30, 2024

বিএনপির গায়েবানা জানাজা থেকে ইমামকে আটক

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার শান্তি কামনায় মুন্সিগঞ্জে বিএনপি আয়োজিত গায়েবানা জানাজায় পুলিশের বাঁধা দেয়ার ঘটনা ঘটছে। এ সময় নামাজের ঈমাম ও বিএনপির এক নেতাকে আটক করা হয়।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে শহরের সুপারমার্কেট গোল চত্বর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন  ৬ মাসে ঘরছাড়া ১৬৩ জন, করা হচ্ছে যে ভয়ংকর আশঙ্কা

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্র হত্যার ঘটনায় সকাল ১১টায় দলটির নেতাকর্মীরা গায়েবানা জানাযার আয়োজন করে। এ সময় নেতাকর্মীরা জানাযায় দাঁড়ান। জানাজা শুরু হতেই পুলিশ জানাযার ঈমাম আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাযা পণ্ড হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক বন্ধ করে জানাযায় দাঁড়িয়েছিলো তারা। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিলো। তাই দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়।

আরো পড়ুন  ধর্মীয় আচার মানতে শাসন করায় বাবার প্রাণ নিলো মেয়ে!

তবে এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। উল্টো আমাদের দুইজন নেতাকে ধরে নিয়ে গেছে। আটক দুই বিএনপি নেতার মুক্তির দাবি জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ