বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ফাইভার।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় ফাইভার তাদের ভেরিফাইড অফিশিয়াল পোস্টের মাধ্যমে এ শোক জানিয়েছে।
পোস্টে ফাইভার জানিয়েছে, মুগ্ধর মৃত্যুতে ফাইভার পরিবার গভীরভাবে শোকাহত। গত সপ্তাহে মুগ্ধ তার দুই ভাই ও বাবা-মাকে রেখে চিরবিদায় নিয়েছেন।
মুগ্ধর কাজের প্রশংসা করে ফাইভার জানায়, ফ্রিল্যান্সিংয়ে মুগ্ধ ছিল প্রতিভাবান একজন মার্কেটার। বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (সিইও) এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে তার অসাধারণ দক্ষতা ছিল।
এসবের বাইরে মুগ্ধ একজন ভ্রমণপিয়াসু, ভালো ফুটবলার, বাংলাদেশ স্কাউটের সদস্য এবং সত্যিকারের মানবতাবাদী একজন মানুষ ছিলেন বলে ফাইভারের পোস্টে উল্লেখ করা হয়।
গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। মৃত্যুর কিছুক্ষণ আগে মুগ্ধর আন্দোলনকারীদের মাঝে পানি বিলানোর ভিডিও ভাইরাল হয় ফেসবুকে।
এরপর ফেসবুকের বিভিন্ন পোস্টে মুগ্ধর কাছের মানুষেরা জানান, তিনি ছিলেন তুখোড় একজন ফ্রিল্যান্সার। ফাইভারে মুগ্ধর রেটিং ছিল ফাইভ স্টার, যা অন্যান্য ফ্রিল্যান্সারদের কাছে রীতিমতো পাথেয়।