17 C
Dhaka
Sunday, January 19, 2025

জাতীয় স্মৃতিসৌধে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ আরও চার সদস্য। জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। এ সময় পিএসসির অপর চার সদস্য নুরুল কাদির, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

পিএসসি নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, আমরা কেবল দায়িত্ব নিয়েছি, এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করব বলে বিবেচনা করছি। পরীক্ষার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করছি, আপনারা অচিরেই জানতে পারবেন, আমরা আসলে কি করতে চাচ্ছি, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি।

শ্রদ্ধা জানানো শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছ রোপণ করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ সংবাদ