24 C
Dhaka
Thursday, November 21, 2024

রণক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহত শতাধিক

পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ সময় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাইন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছ। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ৩ টায় শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় চলা সংঘর্ষে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

আরো পড়ুন  ভ্যানে লাশের স্তূপ আরও ২ পুলিশ কর্মকর্তা শনাক্ত

এর আগে দুপুর সোয়া ১২ টার দিকে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্রিফিংয়ে বলা হয়, ১৪-১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

আরো পড়ুন  ক্যাম্পাসে পুলিশের ধাক্কায় আহত ঢাবি শিক্ষক, হেনস্তার শিকার আরেক শিক্ষক

তবে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের রুমও ভাংচুর করে। পরে পুলিশ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলেও দাবি করেন তারা।

সর্বশেষ সংবাদ