25 C
Dhaka
Saturday, October 5, 2024

প্রথম আলো হ্যাকড

দেশের সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) তাদের ওয়েবসাইটে ঢুকলে একটি জরুরি সতর্কবার্তা দেখা যায়। নিরাপত্তা-ত্রুটি বের করে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও কর্মীদের উদ্দেশে বার্তা প্রকাশ করেছে হ্যাকার, যিনি নিজেকে প্রথম আলোর একজন শুভাকাঙ্ক্ষী দাবি করেছেন। এই কাজের মাধ্যমে প্রথম আলোর কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের নেই বলেও সতর্ক বার্তায় জানানো হয়েছে।

প্রথম আলোর জন্য জরুরি সতর্কতার কথা জানিয়ে দেয়া ওই বার্তায় লেখা হয়েছে, ‘প্রিয় মতিউর রহমান স্যার এবং প্রথম আলোর কর্মীবৃন্দ,

আরো পড়ুন  ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ সেনাবাহিনীর ৩ পদে নতুন নিয়োগ

আমি প্রথমেই এই বিষয় পরিষ্কার করতে চাই যে, আমি আপনাদের শত্রু নই বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনো সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই।

কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে।

আরো পড়ুন  ‘ওরা আওয়ামী লীগরে গিলে খাইসে’

যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোনো সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোনো মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
তাই আপনাদের সতর্ক করতে আমি এ বার্তাটি প্রকাশ করছি। আপনাদের প্রযুক্তি বিভাগ ও নির্বাহী কর্মকর্তাদের সামনে আমি সকল নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং যুক্ত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করতে আগ্রহী। আমার সঙ্গে যোগাযোগের জন্য prothomalosecurityconcern@duck.com এই ঠিকানায় ই-মেইল করার অনুরোধ করা হলো।’

আরো পড়ুন  অনলাইন জুয়া নিয়ে ভয়ংকর তথ্য দিলেন পলক

বিষয়টি সমাধানে পত্রিকার তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা কাজ করছেন বলে প্রথম আলোতে কর্মরত একজন সাংবাদিক নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ