23 C
Dhaka
Thursday, November 21, 2024

রোনালদোর হ্যাটট্রিকে আভার জালে ৮ গোল

বয়স বাড়লেও আগেই মতোই উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। তার হ্যাটট্রিকে ভর করেই সৌদি প্রো লিগে আল আভাকে ৮-০ গোলে হারালো আল নাসর।

দেশের জার্সি ও ক্লাব মিলিয়ে এই নিয়ে ৬৫ বার হ্যাটট্রিক করলেন পর্তুগিজ গোট। চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ২৯।

আরো পড়ুন  হাথুরুর চড়কাণ্ড: কিছুই জানেন না শান্ত

পয়েন্ট টেবিলের তলানির দল আভাকে পেয়েই যেন গোল উৎসবে মাতে আর নাসর। যার শুরুটা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ১১ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ সুপারস্টার। মিনিট দশ বাদেই লিড ডাবল করেন সিআরসেভেন। 

এরপর রোনালদোর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে। অন্যদিকে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

আরো পড়ুন  দেশে ফিরে তাসকিনের সরল স্বীকারোক্তি

বিরতির পর আরও তিনটা গোল করে বড় জয় নিশ্চিত করে আল নাসর। এ জয়ের পর লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আল নাসর।

সৌদি আরবের ক্লাব ফুটবলে এই হ্যাটট্রিকসহ রোনালদো গোল করেছেন ৫৬টি; ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৭; সবমিলিয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৮৮৫। 

আরো পড়ুন  সভাপতিকে বলব আমার সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে : স্কালোনি
সর্বশেষ সংবাদ