শিশু, অভিভাবক ও শিক্ষকদের নিরাপদ পানি সরবরাহ, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসার ভূমিকা বিষয়ে সচেতন করতে এবং নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানাতে ‘পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন’ শিরোনামে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা ওয়াসার স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের (ডিএসআইপি) অধীনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এই সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকা ওয়াসার উদ্যোগে এবং রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনসের সহযোগিতায় আয়োজিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ডিএসআইপির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক এসএম আনোয়ার সাত্তার।
তিনি বলেন, ঢাকা ওয়াসা নগরবাসীকে নিরাপদ পানি এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা উন্নত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ডিএসআইপি প্রকল্প হাতে নিয়েছি। খুব শিগগিরই ঢাকা শহরের বিভিন্ন রোডে ডিএসআইপি প্রকল্প কাজের জন্য খোঁড়াখুঁড়ি শুরু হবে। পয়ঃবর্জ্য পাইপ লাইনগুলো বসানোর জন্য অনেক স্কুলের সামনে দিয়েও রাস্তা খোঁড়া হতে পারে । তাই আগে থেকেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে রাখছি। কিন্তু কয়েক বছরের মধ্যেই আপনারা এই প্রকল্পের সুবিধা নিজ চোখে দেখতে পারবেন।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়াশের পরিচালক অলক কুমার মজুমদার, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট জাস্টিসের সিনিয়র স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যাডভাইজার রুদ্গারিয়ান স্খুন।