27 C
Dhaka
Monday, May 20, 2024

মুস্তাফিজকে একাদশে নিয়ে বোলিংয়ে চেন্নাই

এক ম্যাচ পরই চেন্নাই সুপার কিংসের একাদশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। জয়ে ফেরার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগে বোলিং করবে তার দল।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার টস জিতে বোলিং নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফেরার কারণে চেন্নাইয়ের গত ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওই ম্যাচে ৬ উইকেটে হেরে যায় চেন্নাই।

আরো পড়ুন  ইমরান খানের মুক্তি চেয়ে পোস্টারে সই করে বিতর্কে রিজওয়ান!

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তার আগে আসরে দলের প্রথম তিন ম্যাচেই খেলেন মুস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার প্রথম ম্যাচে আইপিএলে নিজের সেরা বোলিংয়ে ২৯ রানে নেন ৪ উইকেট। পরের ম্যাচে ৩০ রানে তার প্রাপ্তি ছিল ২টি। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরুচে বোলিংয়ে তিনি একটি উইকেট পান ৪৭ রান দিয়ে।

আরো পড়ুন  মুস্তাফিজের মাথায় বলের আঘাত, অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে হাসপাতালে

প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা দুটি হেরেছে শিরোপাধারী চেন্নাই।

সর্বশেষ সংবাদ