23 C
Dhaka
Friday, November 15, 2024

এক বছর পর ফুটবলে ফিরে কেমন করলেন নেইমার?

ব্রাজিল তারকা নেইমার দীর্ঘ এক বছরের চোট কাটিয়ে তার ক্লাব আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন। সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বের ম্যাচে আল আইন-এর বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। যদিও ম্যাচে আহমরি কিছু করতে পারেননি তিনি তবে তার মাঠে ফেরা ফুটবল ভক্তদের জন্য স্বস্তিদায়ক।

নেইমার ৭৭তম মিনিটে নাসের আল-দাওসারিকে বদলি করে মাঠে নামেন, ঠিক কিছুক্ষণ আগেই সালেম আল-দাওসারি আল হিলালকে ৫-৩ গোলে এগিয়ে দেন। মাঠে নেমেই নেইমার মিত্রোভিচের সাথে পাস বিনিময় করেন এবং গোল করার সুযোগ সৃষ্টি করেন, তবে তার শটটি পোস্টের বাঁ পাশে সামান্য বাইরে চলে যায়।

আরো পড়ুন  বাংলাদেশ সিরিজে হামলার হুমকি, ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই

ম্যাচটি ৫-৪ গোলে আল হিলালের জয়ে শেষ হয়। আল আইন শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায়। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি ভালো অনুভব করছি…আমার দলে সবসময়ই ভালো খেলোয়াড় আছে। আমি খুব খুশি, আমি ফিরে এসেছি!’

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) থেকে আল হিলালে যোগ দেওয়ার কয়েক মাস পরই ২০২৩ সালের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমার হাঁটুর গুরুতর চোট পান এবং সার্জারি করতে হয়।

২০২৩ সালের আগস্টে নেইমার ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি থেকে আল হিলালে যোগ দেন, কিন্তু চোটের কারণে মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পেরেছিলেন।

আরো পড়ুন  মাঠে হার্ট অ্যাটাক, মিশরের সেই ফুটবলার আর নেই

নেইমারের পুরনো ক্লাব সান্তোস তার ফেরা উপলক্ষে শুভেচ্ছা জানায় এবং এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করে লেখে, ‘নেইমার শুধু একজন তারকা নন, তিনি ফুটবলের আনন্দের প্রতীক। তার ফেরা কোটি কোটি ভক্তের জন্য আনন্দের বিষয়, বিশেষ করে সান্তোসের সমর্থকদের জন্য যাদের সাথে নেইমারের একটি বিশেষ সম্পর্ক রয়েছে।’

নেইমার, যিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, চোটের কারণে ২০২৪ সালের কোপা আমেরিকা মিস করেন, যে আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়।

তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্য হলেও, সৌদি প্রো লিগের (এসপিএল) দ্বিতীয়ার্ধের জন্য জানুয়ারিতে নিবন্ধিত হতে পারবেন। এসপিএল-এ বিদেশি খেলোয়াড় নিবন্ধনের একটি সীমা রয়েছে, যেখানে ২০০৩ সালের আগে জন্মানো আটজন এবং ২০০৩ সালের পরে জন্মানো দুইজন খেলোয়াড়কে নিবন্ধন করা যাবে। নেইমারের সাথে আল হিলালের চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত।

আরো পড়ুন  বিশাল লিড নিয়ে ৩০৮ রানে থামল প্রোটিয়ারা

সৌদি লিগে শীর্ষে থাকা আল হিলাল, কোচ জর্জ জেসাসের অধীনে, এ পর্যন্ত সাতটি ম্যাচের সবকটিতে জয় পেয়েছে।

এদিকে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আশা করছে যে নেইমার নভেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন। ১০ ম্যাচ শেষে ব্রাজিল বাছাইপর্বের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে, শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে চার পয়েন্ট পিছিয়ে।

সর্বশেষ সংবাদ