25 C
Dhaka
Saturday, October 5, 2024

জুয়া খেলায় বাধা, তিন আন্দোলনকারীকে পিটিয়ে আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় তিনজনকে অস্ত্রাঘাতে আহত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পৌর এলাকার খড়মপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আশীষ খাদেম, মো. রিফাত ও আমজাদ। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে আশীষ খাদেমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন  ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫

ছাত্র আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, খড়মপুর মাজার শরিফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেলপথে জুয়ার আসর বসার খবরে ছাত্ররা ছুটে যান। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাওয়ামাত্রই তাদের ওপর হামলা হয়। একদল লোক সংঘটিত হয়ে তাদের ওপর হামলা করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।

আহত আমজাদ জানান, মাজারের পশ্চিম পাশে রেলপথে জুয়ার আসর বসছে জেনে আমরা ১০-১২ জন ওখানে যাই। আমাদের দেখেই ৫০-৬০ জন লোক আমাদের ওপর চড়াও হয়। আমিসহ তিনজন আহত হয়েছি। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।

আরো পড়ুন  নৌকা ডুবে নববধূ নিখোঁজ, স্বামীসহ চারজনকে উদ্ধার

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোহেল কালবেলাকে বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ