29 C
Dhaka
Thursday, November 21, 2024

আয়নাঘর আমার সৃষ্টি না, নিজেও এ ঘরে ৮ দিন ছিলাম

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতকে বলেছেন, গত ৭ আগস্ট রাতে ডিজিএফআইর একটি দল আমাকে বাসা থেকে নিয়ে আসে। আট দিন ধরে গতকাল রাত পর্যন্ত আমি আয়নাঘরে ছিলাম। আমি কোনো গুম-খুনের সঙ্গে জড়িত না। শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি।

জিয়াউল আহসান বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে, তাদের কেউ বলুক, আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে, সেটা সঠিক নয়। আমি অসুস্থ। হার্টে সমস্যাসহ অন্যান্য সমস্যা রয়েছে।

আরো পড়ুন  এমপি আনার হত্যা: আওয়ামী লীগ নেতা আটক

প্যাগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে তিনি বলেন, প্যাগাসাস বলে কিছু নেই। আমি মোবাইল ট্র্যাকিং করিনি।

জিয়াউল আহসান আদালতে কথা বলায় এর বিরোধিতা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা দাবি করেন, জিয়াউল আহসান গণহত্যার আসামি। তার কথা বলার অধিকার নেই। এর তীব্র বিরোধিতা করেন জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট নাজনীন নাহার।

এরই মাঝে জিয়াউল আহসান বলেন, র‌্যাবে থাকাকালে আমার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি।

আরো পড়ুন  মামলার সেঞ্চুরি হলো শেখ হাসিনার

শুনানি শেষে আদালত জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

সর্বশেষ সংবাদ