ভারতের উত্তরপ্রদেশের ফারুক্কাবাদ এলাকায় একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ১৫ ও ১৮ বছর বয়সী দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তারা গতকাল বিকেলে জন্মাষ্টমী অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর আজ সকালে আম গাছে তাদের মরদেহ পাওয়া যায়। খবর এনডিটিভি
খবর পেয়ে পুলিশ ওই দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। এছাড়া তাদের একজনের কাছে একটি সিমও উদ্ধার করে পুলিশ।
ওই দুই কিশোরীর বাবা বলেন, বাড়ির কাছে স্থানীয় একটি মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে বিকেলের দিকে তারা ঘর থেকে বের হয়। এরপর বৃষ্টি শুরু হলে রাত নয়টার দিকে তারা আবার ফিরে আসে। পরে তারা আবার সেখানে যায়। অনুষ্ঠান রাত ১টায় শেষ হলে তারা আর ঘরে ফিরেনি। এরপর আমরা তাদের খোজাখুঁজি করি।
তিনি আরও বলেন, সকাল হওয়ার পর একজন আমাদের খবর দেন যে তাদের মরদেহ আম গাছে ঝুলছে। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা ঘটনার সত্যতা দেখতে পাই। আমাদের ধারণ কেউ তাদের হত্যা করেছে।
জেলা পুলিশ প্রধান অলক প্রিয়দর্শী বলেন, ওই দুই কিশোরীর ঘনিষ্ঠ বন্ধু রয়েছে। হত্যার কারণ উদঘাটনে তাদের দেহ ময়না তদন্ত করা হবে। এছাড়া যে সিমটি পাওয়া গেছে তা থেকেও তথ্য সংগ্রহ করা হবে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।