23 C
Dhaka
Thursday, November 21, 2024

‘সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করুন’ 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করা যাবে। প্রধান উপদেষ্টা নিজেই তার সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সুচিস্মিতা তিথি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে কোনোভাবেই প্রভাবিত করার চেষ্টা করবে না। কোন সংবাদের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে কোনোভাবেই চাপ দেবে না এই সরকার।

আরো পড়ুন  আলুর হিমাগারে ২১ লাখ ডিম, ২৪ হাজার কেজি মিষ্টি

দ্রব্যমূল্য প্রসঙ্গে সহকারী প্রেস সচিব বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাট কাটে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে পৌঁছালে সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

আরো পড়ুন  একাকিত্ব ঘোচাতে ৭৫ বছরে বিয়ের পিঁড়িতে আনু!

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রেস সচিবের ভগ্নিপতি ডা. বিশ্বজিৎ রায় (রাজিব), কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী প্রমুখ।

সর্বশেষ সংবাদ