23 C
Dhaka
Thursday, November 21, 2024

বাসায় ঢুকে অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাত, দু’জনেরই মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সীমা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ওই নারীর ভূমিষ্ঠ হওয়া সদ‍্য নবজাতকও মারা গেছে।

বুধবার (২৮ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে সিজারে ওই নারীর একটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে, রাতেই নবজাতটি মারা যায়।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাসায় ঢুকে ওই নারীকে ছুরিকাঘাত করা হয়।

নিহতের স্বামী জুয়েল বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় মাঝেমধ্যেই আমার শ্বশুরবাড়িতে যেত। গতকাল সে তার বাবার বাড়িতে যায়। তখন একটি যুবক হাতে ধরালো অস্ত্র নিয়ে বাসায় ঢুকে পড়ে। আমার স্ত্রী ওই যুবককে বারবার বলে যে, আমার পেটে বাচ্চা আছে আমাকে মেরো না। সে কোনো কথা না শুনেই আমার স্ত্রীকে ধরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আমার স্ত্রী ও আমার সন্তানকে যারা হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।

আরো পড়ুন  ভস্মীভূত কারখানায় মিলল মাথার খুলি ও হাড়ের টুকরো

নিহতের ভাই নাসির বলেন, সীমা তার স্বামী জুয়েলকে নিয়ে আমাদের বাসার কাছাকাছি ভাড়া বাসায় থাকে। জুয়েল যাত্রাবাড়ী মোড়ে ফলের ব্যবসা করে। মাঝে মাঝে আমাদের বাসায় আসত। আমার বোনের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গতকাল আমার বোন আমাদের বাসায় আসে।

বলেন, গত রাতে এক যুবক ছুরি হাতে বাসার ভেতরে ঢুকে পড়ে। সে সময় আমার বোন ও চার বছরের ভাগনে বাসায় ছিল। ওই যুবক কিছু না বলেই ধারালো অস্ত্র নিয়ে আমার বোনের দিকে ছেড়ে যায়। তখন সীমা বলে আমাকে মারবেন না, আমার পেটে সন্তান আছে। সীমার কথা না শুনেই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে, ওই যুবককে চিনতে পারেনি সীমা।

আরো পড়ুন  রাস্তা থেকে তুলে নিয়ে অন্তঃসত্ত্বা নারীকে দলগত ধর্ষণ চেষ্টা, গৃহকর্মীকে ধর্ষণ

তিনি আরও বলেন, রাতেই সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওর সিজার করেন চিকিৎসকরা। সীমার ছেলে সন্তানের জন্ম হয়। তবে, সদ্য ভূমিষ্ঠ হওয়া আমার ভাগনের বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। তখন চিকিৎসকরা নবজাতকটিকে এনআইসিইউতে নিতে বলেন। হাসপাতালে এনআইসিইউ ফাঁকা না থাকায় অন্য হাসপাতালে নিতে নিতে রাতেই মারা যায় আমার ভাগনে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে আমার বোন মারা যায়।

আরো পড়ুন  নাস্তা দিয়ে পানি আনতে গেলেন স্ত্রী, এসে পেলেন স্বামীর মরদেহ

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে ছুরিকাঘাতে আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি করা হয়। রাতেই সিজারের মাধ্যমে ডেলিভারি করা হয়। তবে, শিশুটি মারা যায়। আর চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে মারা যান নবজাতকের মা সীমা আক্তার। তার পেটে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ