25 C
Dhaka
Saturday, October 5, 2024

আত্মার মাগফিরাত কামনা করলেন আরশ, তানিয়া বৃষ্টি বললেন ‘ইন্নালিল্লাহি…’

বর্তমান সময়ের দুই আলোচিত অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি হয়ে অনেক নাটকে কাজ করেছেন। অভিনয়গুণে দর্শকমহলে প্রশংসিতও তারা। বিশেষ করে পর্দায় তাদের রসায়নে বেশ মুগ্ধ দর্শকরা। কিন্তু পর্দার বাইরে ‘প্রেম-ভালোবাসা ও বিয়ে’ সংক্রান্ত বিষয়ে একাধিকবার শিরোনামে জায়গা করে নিয়েছেন এই জুটি।

গত কয়েক বছর ধরে বারবার চর্চা ও গুঞ্জন উঠেছে―অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে নাকি প্রেম করছেন আরশ খান। মাঝে এমনটাও চাউর হয়েছিল, গোপনে বিয়ে করেছেন তারা। তবে এ নিয়ে যেমন কোনো সত্যতা পাওয়া যায়নি, আবার তারাও কথা বলেননি।

আরো পড়ুন  মা হারালেন অভিনেতা জামিল

এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি আমরা। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।

তানিয়া বৃষ্টির এ মন্তব্য ওই সময় নজর কাড়ার পর ভিন্ন ইঙ্গিত দিয়েছিলেন আরশ খান। গত ৩১ আগস্ট এ ব্যাপারে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।’

আরো পড়ুন  জাজের হাত ধরে আবার নায়িকার ভূমিকায় শাবনূর |

এছাড়া মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরশ খান বলেছেন, তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছুদিন আগে দেখলাম সে আমাকে ভাই-ব্রাদার টাইপ বলেছে, আমি বলব বোনের মতো! আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

এদিকে ছেলের বিয়ে নিয়ে ভাবছেন আরশ খানের মা। এ ব্যাপারে অভিনেতা জানিয়েছেন, মায়ের পছন্দমত বিয়ে করবেন তিনি। তার স্পষ্ট ভাষ্য―মা যে মেয়েকে পছন্দ করবেন, তাকেই আমি বিয়ে করব।

আরো পড়ুন  মা দিবসে মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

এ অবস্থায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর তিনটায় ফেসবুক প্রোফাইলে একটি ইঙ্গিতমূলক স্ট্যাটাস দেন তানিয়া বৃষ্টি। তাতে কারও নাম উল্লেখ না করে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

অভিনেত্রীর এ পোস্ট সঙ্গে সঙ্গে নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে তারা জানতে চেয়েছেন, কে মারা গেল? তাতে তানিয়া বৃষ্টি পাল্টা কোনো উত্তর না দেয়ায় বিষয়টি ভিন্নভাবে নিচ্ছেন নেটিজেনরা। তাদের একাংশের ধারণা, আরশ খান যে তার (তানিয়া বৃষ্টি) আত্মার মাগফিরাত কামনা করেছিলেন, তারই প্রতিউত্তরে এই স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী।।

সর্বশেষ সংবাদ