25 C
Dhaka
Saturday, November 23, 2024

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোজাহের আহমদ,সাবেক ইউপি মেম্বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদুল হক,বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইছাখালী মাদ্রাসার সভাপতি মাস্টার কামাল উদ্দীন,আমন্ত্রিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ আরো অনেকে।

আরো পড়ুন  ঢাবির গাছে গাছে পাখির বাসা স্থাপন ছাত্রদলের 

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, বিজ্ঞানী ড. কুদরাত এ খুদা, বিজ্ঞানী ড. জামাল উদ্দীন ও বিজ্ঞানী ড. আতাউল করিম নামে চারটি হাউসে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রধান অতিথি বক্তব্যের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরে বলেন প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফ্রি বই ও উপবৃত্তি দিয়ে ছাত্র ছাত্রীদের পড়া লেখার যেই সুযোগ টা করে দিয়েছেন।

আরো পড়ুন  ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত হবে ঢাবি

এ ব্যবস্থা শুধু আমাদের দেশেই রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও বিদ্যমান নেই। তিনি সকল শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জন করে বিদ্যালয় ও পরিবারের মুখ উজ্জ্বল করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের এতদাঞ্চলের মাদকদ্রব্যের বহুল প্রাপ্যতার কথা স্মরণ করে দিয়ে সকল ধরণের মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে নিষেধ করেন।

সদর ইউএনও তাঁর বক্তব্যে উল্লেখ করেন পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে হবে। এতে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা সম্ভব। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শফিউল আলম। উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিদ্যালয়ের স্কাউটস ও গার্লসগাইড দল এবং চারটি হাউসের প্রতিযোগিদের আকর্ষণীয় কুচকাওয়াজ পর্যবেক্ষণ ও সালাম গ্রহন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ হাউস পরিদর্শন ও উদ্বোধনকালে চারটি হাউসের শিক্ষার্থীদের পক্ষ থেকে উষ্ণ আতিথেয়তা উপভোগ করেন।

আরো পড়ুন  বেরোবিতে ছিনতাইকারী গ্রেপ্তার | কালবেলা

[sc name=”eb” ][/sc]

সর্বশেষ সংবাদ