28 C
Dhaka
Wednesday, October 2, 2024

হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ হয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

বাংলাদেশের পেস বোলিংয়ের উত্থান অবাক করেছে ভারতীয় মিডিয়াকেও। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভারতের ব্যাটিং অর্ডারে ধ্বস নামানো হাসান মাহমুদ। বাংলাদেশ পেসারের নাড়ি নক্ষত্র খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে। ২৪ বছর ধরে বাংলাদেশ-ভারতের সব ম্যাচ কাভার করেছেন সুনন্দন লেলে। হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ ভারতের প্রবীণ এই সাংবাদিক।

কে এই হাসান মাহমুদ? প্রশ্নটা ভারতীয় গণমাধ্যমের। টাইমস অব ইন্ডিয়া থেকে এনডিটিভির শিরোনামে টাইগার পেসার। যার আগুনে বোলিংয়ে ছারখার টিম ইন্ডিয়ার টপ অর্ডার। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঋশভ পন্তরা অসহায় হাসান মাহমুদের আঘাতে।

আরো পড়ুন  প্রতিপক্ষ ইসরায়েল, ম্যাচ বয়কট করলেন বাংলাদেশের খেলোয়াড়

গেলো ২৪ বছরে বাংলাদেশ-ভারতের সব ম্যাচ কাভার করেছেন সুনন্দন লেলে। হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ ভারতের প্রবীণ সাংবাদিক।

সকাল মিডিয়ার সিনিয়র রিপোর্টার সুনন্দন লেলে বলেন, গেলো ওয়ানডে বিশ্বকাপ থেকে আমি হাসানকে ফলো করি। ও ওর সীমাবদ্ধতা জানে, নিজের শক্তির জায়গাটাও বুঝে। কোনো বোকামি করে না। ধারাবাহিকভাবে লাইন লেন্থ ধরে বল করে। আর হাসানের আউটসুইংগুলো এতো সুন্দর, ব্যাটসম্যান দ্বিধায় পড়ে যায়।

আরো পড়ুন  কার হাতে উঠবে ব্যালন ডি’অর, হিসাব-নিকাশে নতুন মোড়!

শুধু হাসান নয়, টাইগার পেস ইউনিটের প্রশংসা ঝরেছে দেশটির সাংবাদিকদের কণ্ঠে। নাহিদ রানার গতি, তাসকিনের অভিজ্ঞতা নতুন বাংলাদেশের গল্প বলে।

সুনন্দন লেলে আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট এতোদিন মানসম্মত পেসারের অভাবে ভুগেছে। কিন্তু এখন খুব ভালো মানের পেসার পেয়েছে। এদের যত্ন নেয়া দরকার। তাসকিন অভিজ্ঞ, নাহিদ রানার দারুণ গতি। ওরা যেভাবে বল করছে আরও পেসার যোগ দিলে বাংলাদেশ টেস্টেও সমীহ করার মতো দল হয়ে ওঠবে।

আরো পড়ুন  বাংলাদেশ-ভারত সিরিজে থাকছেন তামিম ইকবাল

ওয়ানডে ফরম্যাটে যেমন বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হয় সবাই, তেমনি টেস্টে ধীরে ধীরে ওপরের কাতারে যাচ্ছে টিম টাইগার। যার মূলে বাংলাদেশের গতির রাজারা।

সর্বশেষ সংবাদ