28 C
Dhaka
Sunday, October 6, 2024

ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও উপহাইকমিশনার প্রভন বাধের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এ সময়।

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব।

আরো পড়ুন  বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে দিচ্ছি না তাই সমস্যা করছে : প্রধানমন্ত্রী

তিনি বলেন, বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে।

উত্তরে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। একইসঙ্গে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও সুস্থ করতেও আগ্রহী তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এ ঘটনার পর বিএনপির সঙ্গে ভারতীয় কোনও প্রতিনিধি দলের এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

আরো পড়ুন  আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি
সর্বশেষ সংবাদ