30 C
Dhaka
Friday, October 18, 2024

চলে গেলেন নাট্যজন জামালউদ্দিন হোসেন

নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন হোসেন আর নেই। শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যা ৬টায় কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ছেলে তাশফিন হোসেন।

জামালউদ্দিন হোসেন সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। তবে অভিনয় থেকে গত ১৫ বছর অনেকটাই দূরে ছিলেন তিনি। অভিনয়ে একেবারেই অনিয়মিত তিনি। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

আরো পড়ুন  ঢাকায় জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন নিয়ে নায়ক নাঈমের ক্ষোভ

জামালউদ্দিন হোসেন ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রানী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’সহ কয়েকটি আলোচিত মঞ্চনাটক পরিচালনা করেছেন। তার স্ত্রী অভিনেত্রী রওশন আরা হোসেন। তার শারীরিক অবস্থাও ভালো নয়।

সর্বশেষ সংবাদ