30 C
Dhaka
Friday, October 18, 2024

গ্লোবাল লিডারশিপ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ছাত্রনেতা আকরাম

প্রতি বছর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজন করে লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, যা আইভিএলপি নামে পরিচিত। এই প্রোগ্রামে এবছর বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ছাত্রনেতা আকরাম হুসাইন।

জানা গেছে, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে পালনকালে আকরাম হুসাইন এই প্রোগ্রামে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক নির্বাচিত হয়। ক্যাম্পাসে ছাত্র-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আকরাম হুসাইনকে নির্বাচিত করে।

আরো পড়ুন  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ৪০ ভুল

এর আগে, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তানজিদ হাসান, তানভিরুল ইসলাম সিদ্দিকীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

এ প্রসঙ্গে আকরাম কালবেলাকে বলেন, যুক্তরাষ্ট্রে গিয়ে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গ্লোবাল লিডারদের কাছে তুলে ধরার চেষ্টা করব। একইসাথে জুলাই অভ্যুত্থানের শহীদের গল্পও তুলে ধরা হবে। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে গ্লোবাল লিডারদের সহযোগিতা চাওয়া হবে।

আরো পড়ুন  এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তরে অধ্যয়নরত এই আকরাম হুসাইন বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি একটি আইটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবেও রয়েছেন।

আরো পড়ুন  নতুন শিক্ষাক্রম: এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে

সর্বশেষ সংবাদ